যশোরে জাতীয়তাবাদী যুবদল নেতা হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- আপডেট সময় : ০৫:২০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
যশোরে জাতীয়তাবাদী যুবদল নেতা বদিউজ্জামান ধোনি হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ও রেব।
গতকাল রাতে ধোনির ভাই মনিরুজ্জামান মণি যশোর কোতোয়ালী থানায় ৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলায় আরো অজ্ঞাত ৬ জনের নাম রয়েছে। পুলিশ সুপার জানান, অভিযানে শহরের টিবি ক্লিনিক এলাকা থেকে প্রধান আসামি রায়হানকে গ্রেফতার করে তারা। এরপর খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর থেকে গ্রেফতার করা হয় ইছা মীরকে। এসময় হত্যায় ব্যবহৃত দা, চাইনিজ কুড়াল ও বার্মিজ চাকু উদ্ধার করে পুলিশ। ১২ জুলাই নিজ বাড়ির সামনে সন্ত্রাসীদের হামলায় নিহত হন যশোর জেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধোনি।
এদিকে, বদিউজ্জামান ধোনি হত্যার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ-সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী যুবদল।
সকাল ১১টার দিকে দলের নেতা-কর্মীরা শহরের আলাইপুরে জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। এসময় পুলিশ বাধা দিলে দলীয় কার্যালয়ে ভেতরে প্রতিবাদ সমাবেশ করে তারা। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস। ধোনি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান, বক্তারা।