যশোরে টেইলার্সগুলোতে পোশাকের অর্ডার নেয়া বন্ধ
- আপডেট সময় : ০১:৩৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
যশোরের টেইলার্সগুলোতে পোশাকের অর্ডার নেয়া বন্ধ করে দেয়া হয়েছে। ৫ রমজানের পর থেকে টেইলার্সে আর্ডার নেয়া হচ্ছে-না। এতে নতুন পোশাক তৈরিতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
ঈদ আনন্দের অন্যতম অনুসঙ্গ একটি নতুন পোশাক। সব শ্রেণির মানুষ তাদের সাধ আর সাধ্যের সাথে সমন্বয় করে নতুন পোশাক তৈরির চেষ্টা করেন। যশোর শহরের সব টেইলার্সে ৫ রমজানের পর থেকে অর্ডার নেয়া বন্ধ করায় বিপাকে পড়েছেন মানুষ। টেইলার্স মালিকরা বলছেন, কাজের চাপ থাকায় নতুন অর্ডার নেয়া যাচ্ছে না।
এদিকে, সময়মত পোশাক সরবরাহ করতে রাত-দিন সমানতালে কারখানগুলোতে ঘুরছে সেলাইমেশিনের চাকা। মেশিনের আওয়াজে মুখরিত দর্জিপাড়াগুলো। কারিগররাও বিরতীহীনভাবে সেলাই করে চলেছেন অর্ডারের পোশাক তৈরিতে। তবে মজুরি নিয়ে ক্ষোভ রয়েছে তাদের।
যশোর শহরের টেইলার্স মালিক সমিতিভুক্ত ৬০টি টেইলার্সে কমপক্ষে ৬শ’ কারিগর পোশাক তৈরির কাজে নিয়োজিত রয়েছেন।