যশোরে নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের নামে প্রতারণা; আটক দুই
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
- / ১৬৮৯ বার পড়া হয়েছে
যশোরে নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের নামে প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে ৮ লাখ ৮০ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় মমিনুর রহমান বাদি হয়ে অভয়নগর থানায় মামলা করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করে ডিবি পুলিশ। দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলো রেজাউল করিম ও রফিকুল ইসলাম। দীর্ঘ এক মাস যাবৎ চক্রটি ছদ্মনাম ব্যবহার করে যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলায় অফিস পরিচালনা করছিলো। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৬টি প্রতারণার মামলা রয়েছে।