যশোরের বেনাপোল চেকপোস্টে ঈদের ছুটিতে যাত্রী চাপ বেড়েছে
- আপডেট সময় : ০৫:৪৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
ঈদ ঘিরে মিলছে টানা প্রায় ১০ দিনের ছুটি। এ সুযোগে অনেকে ভ্রমণ করছেন প্রতিবেশী দেশ ভারতে। এতে যশোরের বেনাপোল চেকপোস্টে যাত্রীদের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে অনেকটাই বেড়ে গেছে। আবার একই সময়ে হরিদাসপুর-বেনাপোল দিয়ে অনেকে ভারত থেকে দেশেও ফিরছেন। তবে ভারতের হরিদাসপুরে ইমিগ্রেশন-কাস্টমসের সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা।
ঈদের এই সময়টাতে ঘোরাঘুরির পাশাপাশি চিকিৎসা ও ব্যবসার কাজেও অনেকে ভারতে যাচ্ছেন। অনেকে দর্শনীয় স্থান ভ্রমণ ও স্বজনদের সঙ্গে ঈদ কাটাতেও যাচ্ছেন। আবার অনেকে ঈদ ঘিরে বেনাপোল দিয়ে ফিরছেন বাংলাদেশে। তবে বিগত বছরগুলোর মতো এবারও চেকপোস্টে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে হতাশা আর অসন্তোষ জানিয়েছেন যাত্রীরা। অভিযোগ রয়েছে বিএসএফ ও দালালদের হয়রানির নিয়েও। বর্তমানে বেনাপোলে দুই পাশের ইমিগ্রেশনের কাজ সারতে যাত্রীপ্রতি প্রায় ৫-৬ ঘণ্টা সময় লেগে যাচ্ছে। পাশাপাশি রয়েছে ভারতীয় কাস্টমসের হয়রানি। এসব অনিয়ম ও ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা। হয়রানি এড়াতে যাত্রীদের সতর্ক থাকতে বলা হয়েছে।