যশোরের শেখপুরা জামে মসজিদ দেখতে দর্শনার্থীদের ভিড়
- আপডেট সময় : ০৭:৪৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- / ১৭১৮ বার পড়া হয়েছে
যশোরের কেশবপুরের প্রাচীন শেখপুরা জামে মসজিদটি নতুন করে দর্শনীয় স্থান হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। প্রায় ৫’শ বছরের পুরোন এ মসজিদটি নির্মাণ করেছিলেন ওই অঞ্চলের এক সময়ের খ্যাতনামা পীর মাওলানা সৈয়দ রিয়াজ উল্লাহ। কেশবপুর উপজেলা থেকে ১২ কিলোমিটার দূরত্বে অবস্থিত মোঘল আমলে নির্মিত মসজিদটি গত ২০০০ সাল থেকে প্রত্নতত্ত্ব বিভাগের একটি সংরক্ষিত স্থাপনা।
কবি মাইকেল মধুসূধনের স্মৃতিবিজড়িত সাগরদাঁড়িতে যাওয়ার পথেই দেখা মিলবে কেশবপুরের শেখপুরা জামে মসজিদের। সুন্দর প্রাচীন এ মসজিদটিতে এক সময়ে নামাজের পাশাপাশি শিশু-কিশোরদের ধর্মীয় ও সাধারণ শিক্ষা দেয়া হতো।
১৮৩০ সালে মাত্র ৭ বছর বয়সে মধূসুদন এই মসজিদের মক্তব থেকে লেখাপড়ায় হাতেখড়ি পেয়েছিলেন। সেই সময়ের ইমাম মাওলানা লুৎফর রহমান কবি মধুসূদনের শিক্ষাগুরু ছিলেন।
মসজিদটির পূবপাশে চারটি স্তম্ভের উপর একটি বারান্দা ছিল। এর ধ্বংসাবশেষ এখনো বিদ্যমান। মসজিদটি লম্বায় ৭০ ফুট ও প্রস্থ ৫৫ ফুট আর উচ্চতায় ৪৪ ফুট। ইট-সুরকির গাথুনি। মসজিদের সামনে সাক্ষী হয়ে আছে দুটি প্রাচীন কালের খেজুরগাছ।
মোঘল আমলে নির্মিত মসজিদটি সংস্কৃতি মন্ত্রনালয়ের উদ্যোগে ২০০০ সাল থেকে প্রত্নতত্ত্ব বিভাগের তালিকাভুক্ত। এর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রাচীনকালের মক্তবও চালু করেছে বলে জানান প্রত্নতত্ত্ব বিভাগের এ কর্মকর্তা।
মধুকবির জন্ম স্থান সাগরদাঁড়ীতে পর্যটকরা ঘুরতে এলেই মোঘল আমলের এই মসজিদটি দেখে যায় বলে জানান, স্থানীয়রা।