যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাস ও সিএনজির সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাস ও সিএনজির সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন আব্দুর রহমান, তার মেয়ে শারমিন বেগম ও মেয়ের স্বামী মো. রিয়াজুল ইসলাম। তাদের বাড়ি বরিশালের উজিরপুরে।এ ঘটনায় সিএনজিচালক আব্দুর রফিক ও শারমিনের পাঁচ বছর বয়সী মেয়ে শাকিরা আহত হয়েছে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক বিশ্বজিৎ সরকার এ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করা হয়। জানা গেছে, সকালে বরিশাল থেকে লঞ্চযোগে ঢাকায় আসেন তারা। পরে সিএনজি নিয়ে মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন ।