যাত্রী হয়রানি বন্ধে মিরপুর কেন্দ্রিক বাসে ই-টিকেটে ভাড়া আদায় শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / ১৮০০ বার পড়া হয়েছে
অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে রাজধানীর মিরপুর কেন্দ্রিক ৩০ কোম্পানির বাসে চালু হয়েছে ই-টিকেট ব্যবস্থা। নতুন এ পদ্ধতি গণপরিবহনে ভাড়া নিয়ে হয়রানির কতটা বন্ধ হবে তা নিয়ে সংশয়ে যাত্রীরা।
ই-টিকেট কার্যক্রম চালুর পর চালু হওয়ায় খুশি চালকরা। এতে ভাড়া নিয়ে যাত্রীর সংগে বাকবিতন্ডা কমবে বলে মনে করেন তারা। এদিকে, যাত্রীদের অনেকেই পজিং সিস্টেমে টিকিট কাটায় অসন্তোষ প্রকাশ করেন। টিকিট কাউন্টার না থাকায় যাত্রীদের ভোগান্তি বাড়ার সম্ভবনা রয়েছে বলে মনে করেছেন অনেকে। ই-টিকেটিংয়ে অসম প্রতিযোগিতা, চুক্তিভিত্তিক গাড়ি চলাচল বন্ধ ও পরিবহন শ্রমিকদের বেতন সিস্টেমের আওতায় আনতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ৩১ জানুয়ারির মধ্যে ঢাকার সব গাড়ি ই-টিকেটিংয়ের আওতায় আনা হবে।