যাদের মাথা গোঁজার ঠাঁই ছিল না, তারা পেল ঘর
- আপডেট সময় : ১১:০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
- / ১৬২৬ বার পড়া হয়েছে
এক সময় যাদের ছিল না কোনও সহায় সম্বল ও মাথা গোজার ঠাই, সেই সকল মানুষ হয়েছেন জমিসহ সেমি পাকা বাড়ির মালিক! এ যেন অনেকটাই স্বপ্নের মত। বলছি লালমনিরহাট জেলার ভূমি ও গৃহহীন হাজারো পরিবারের কথা। যারা প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের কল্যানে পেয়েছেন জমি,বাড়িসহ স্থায়ী ঠিকানা। এতে করে যেন আনন্দের সীমা নেই এই সকল জমি ও বাড়ি পাওয়া পরিবারগুলোর ।
নিজের জমি ও বাড়ি না থাকায় পরিবার নিয়ে স্টেশনে স্টেশনে রাত কাটাতেন কালিগঞ্জ উপজেলার বাসিন্দা প্রতিবন্ধী জালাল উদ্দিন। কিন্তু প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পেয়ে জালাল উদ্দিন এখন দুই শতাংশ জমিসহ একটি সেমিপাকা সেমি পাকা বাড়ির মালিক। সেই বাড়িতে রয়েছে সুপেয় পানি, বিদ্যুৎ সংযোগ ও স্বাস্থ্যসম্মত টয়লেট। জীবনের শেষ বয়সে এসে কালিগঞ্জ উপজেলার মহিষামুরি আশ্রয়ন প্রকল্পে নিজের স্থায়ী ঠিকানা পেয়ে মহা খুশি প্রতিবন্ধী জালাল উদ্দিন।
প্রতিবন্ধী জালাল উদ্দিনের মত এ জেলায় আরো ৫ হাজার ৮’শ ৫৬ জন মানুষ পেয়েছেন জমিসহ সেমি পাকা বাড়ির মালিকানা। প্রধানমন্ত্রীর উপহার দেয়া জমি ও ঘর পেয়ে বেশ খুশি সহায় সম্বলহীন এসব মানুষ। এদিকে এতগুলো সহায় সম্বলহীন পরিবারকে গৃহ ও ভূমিহীন মুক্ত করার মত ঐতিহাসিক এই বৃহৎ কর্মযজ্ঞে সম্পৃক্ত থাকতে পেরে গর্বিত জেলা প্রশাসন, এমনটাই অনুভূতি প্রকাশ করেছেন জেলা প্রশাসক।
আশ্রায়নের অধিকার, শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশ্রায়ন- ২ প্রকল্প এর আওতায় লালমনিরহাট জেলা ভূমি ও গৃহহীন মুক্ত হিসেবে স্বীকৃতি পেল।