যানজট নিরসনে ময়মনসিংহে চলছে উচ্ছেদ অভিযান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০২:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
যানজট নিরসনে ময়মনসিংহে চলছে যৌথ উচ্ছেদ অভিযান। সকালে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। যানজটমুক্ত শহর গড়তে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উচ্ছেদ অভিযানে ছিলেন সিটি করপোরেশন, জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। উত্তর অঞ্চলের নেত্রকোণা, শেরপুর, কুড়িগ্রাম এবং কিশোরগঞ্জ জেলার বিভিন্ন পরিবহন পাটগুদাম ব্রিজ মোড় হয়ে ঢাকায় যাতায়াত করে। ব্রিজের দু’পাশে অবৈধ স্থাপনা গড়ে তোলায় প্রতিনিয়ত অসহনীয় যানজট লেগেই থাকে। ভোগান্তি থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতেই যৌথ উচ্ছেদ অভিযান।