যানযট নিরসনে ১০ বছর ধরে পায়ে হেঁটে হ্যান্ডমাইক করছে গাইবান্ধার বাবুল মিয়া
- আপডেট সময় : ০৫:৩৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাদুল্যাপুরে ৫০ বছর বয়সী বাবলু মিয়া দীর্ঘ ১০ বছর ধরে পায়ে হেঁটে ও হ্যান্ডমাইকে ইসলামী দাওয়াতের পাশাপাশি সড়কে যানযট নিরসনে কাজ করে যাচ্ছেন। রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার এই মহতি কাজ সাড়া ফেলেছে সাধারণ মানুষের মাঝে।
দল বেঁধে বের হয়ে নামাজ আদায়, ইসলামী আমল, আখলাখ পালন ও ধর্মীয় আলোচনা স্বার্থে মসজিদে যাওয়ার দাওয়াত দেয়ার রেওয়াজ প্রচলিত। মূলত তাবলীগ জামাতের মুসস্লিরা আল্লাহ সন্তষ্টি লাভের আশায় মহৎ এই কাজ করে থাকেন। তবে কোন সঙ্গি-সাথী ছাড়া ইসলামি দাওয়াত দেয়া ও সড়কে যানযট নিরসনে ১০ বছর এই কাজ করে যাচ্ছেন সাদুল্যাপুর উপজেলার ভগবানপুর গ্রামের ৫০ বছর বয়সী বাবলু মিয়া। পায়ে হেঁটে হ্যান্ডমাইকে মানুষকে নামাজের দাওয়াত দেন তিনি। চলতি পথে যানযট নিরসনে মাইকিংও করেন তিনি।
তার এই মহৎ উদ্যোগে আড্ডাবাজ তরুণ সমাজ ও মাদকাসক্তদের মাঝে ধর্মীয় অনুভূতি জাগ্রত হচ্ছে বলে জানান স্থানীয়রা।
প্রতিদিন সকালে বাড়ি থেকে বিভিন্ন এলাকায় ইসলামের দাওয়া দেয়ার পাশাপাশি যানযট নিরসনে কাজ করেন বাবলু মিয়া।
ঝড় বৃষ্টি উপেক্ষা করেই নিজ জেলাসহ বিভিন্ন জেলায় কাজ করেছেন তিনি। ধর্মীয় কাজের পাশাপাশি সমাজের জন্যও কাজ করতে চান তিনি।
তাক সহযোগিতার কথা জানান, জেলা সমাজ সেবা অফিসের এ কর্মকর্তা।
বাবলু মিয়ার বাড়ি সাদুল্যাপুর উপজেলার ভগবানপুর গ্রামে। ২০১৩ সাল থেকে তিনি এই কাজ করে আসছেন।