যারা ধর্ম নিয়ে রাজনীতি করেছে তারাই এখন ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
যারা একসময় ধর্ম নিয়ে রাজনীতি করেছে, তারাই এখন করোনা ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছে। ভ্যাকসিন সম্পর্কিত সরকারের বিভিন্ন নথি চুরি করতে তারা একটি চক্রকে কাজে লাগাচ্ছে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সকালে দিনাজপুরের বিরল উপজেলা মিলনায়তনে উপজেলার ৩শ’ মসজিদ-মন্দির ও বন বিভাগের অধীনে ২১৯ জন বাগান সৃজনকারী সুবিধাভোগীদের মাঝে অর্থ বিতরণকালে একথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, সরকারের কার্যকর নীতির ফলে বাংলাদেশ অচিরেই প্রয়োজনীয় ভ্যাকসিন পেয়ে যাবে। বিরলের উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, উপজেলা চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবুসহ আরো অনেকে।