যারা মঙ্গল শোভাযাত্রা বন্ধ করতে চায়, এ সরকারের অবস্থান তাদের বিরুদ্ধে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
- / ১৬৯৪ বার পড়া হয়েছে
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, যারা মঙ্গল শোভাযাত্রার মতো অনুষ্ঠান বন্ধ করতে চায়, এ সরকারের অবস্থান তাদের বিরুদ্ধে। আর শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, বাঙালি জাতির জন্য পহেলা বৈশাখ শুধু উৎসব-আনন্দের নয়, ব্যবসা বাণিজ্য প্রসারের সময়ও। বাংলা একাডেমি প্রাংগণে আয়োজিত বর্ষ বরণের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর প্রতিটি এলাকা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। শিল্পকলা একাডেমীতে হয় নাচ-গান-কবিতা আবৃত্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরসহ বাংলা একাডেমিতে বসে হাতে তৈরি করা নানা পণ্য সামগ্রীর স্টল। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প-বিসিক এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে একাডেমি প্রাংগণে আয়োজন করা হয় আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, একজন আইনজীবী মঙ্গল শোভাযাত্রা বন্ধে হাইকোর্টে রিট করেছেন। এটা সংস্কৃতি বিনষ্ট করার পাঁয়তারা বলে অভিযোগ করেন তিনি।
এদিকে..শিল্পমন্ত্রী বলেন, পহেলা বৈশাখ বাংলা সংস্কৃতি আর অর্থনীতির ধারকবাহক। এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলবে না।নতুন বছরে দেশের সব সংকট নিরসন হবে, এমনটাই প্রত্যাশা মানুষের।