যারা মন ও মননে বাংলাদেশকে মেনে নিতে পারেনি, তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তি-বলয়কে পৃষ্ঠপোষকতা করছে
- আপডেট সময় : ০৭:৩২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
যারা মন ও মননে বাংলাদেশকে মেনে নিতে পারেনি, তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তি-বলয়কে পৃষ্ঠপোষকতা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি কথায় কথায় মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্বের কথা বললেও বিদেশীদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ দেয়াই তাদের প্রধান কাজ। সকালে ঢাকার সেতু ভবনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ কর্ণারের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিজয় দিবস উপলক্ষে সেতু ভবনে আলোচনা অনুষ্ঠানে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, স্বাধীন দেশের রাজনৈতিক দল হয়ে বিজয়ের মাসে ক্ষমতায় যাওয়ার জন্য প্রকাশ্যে বিদেশি শক্তির নৈতিক সাহায্য চাওয়া দেউলিয়াত্বের লক্ষ্মণ ।
ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির আগেই আর্থ-সামাজিক অধিকাংশ সূচকে পাকিস্তানকে পেছনে ফেলে এগিয়ে চলছে বাংলাদেশ। পদ্মাসেতু প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বব্যাংক’কে চ্যালেঞ্জ করে নিজস্ব অর্থায়নে সেতু নির্মানের সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস একমাত্র বঙ্গবন্ধুর কন্যারই রয়েছে। এরআগে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।