যারা ৭ই জুনে বিশ্বাস করে না, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয় : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৩:৫১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
যারা ৭ই জুন ও ৭ই মার্চে বিশ্বাস করে না, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। এ সময় ৭ই জুনের চেতনায় সোনার বাংলা গড়ে তুলতে নিজেদের প্রত্যয়ের কথাও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ঐতিহাসিক ছয় দফা দিবস ৭ই জুন। এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তিসনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ-আন্দোলনের সূচনা হয়।
১৯৬৬ সালে বাংলার স্বাধিকার আন্দোলন নতুন পর্যায়ে উন্নীত হয় ৭ই জুন থেকে। দুঃশাসন থেকে মুক্তির দিশারী হিসেবে ছয় দফা দাবি প্রণয়ন করে জনগণের সামনে বাংলার মানুষের মুক্তির সনদ উপস্থাপন করেন বঙ্গবন্ধু। এর মধ্য দিয়েই স্বাধীনতা-সংগ্রামে রূপ নেয় বাঙালির স্বাধিকার আন্দোলন। এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপসহীন সংগ্রামের ধারায় ঊনসত্তরের গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে যায় বাঙালি জাতি।
দিবসটি উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে দলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শ্রদ্ধা নিবেদন শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, দেশের স্বাধীনতার পথে ৭ই জুন ছিলো অন্যতম মাইলফলক।
এ সময় দিবসটি উপলক্ষে নিজেদের প্রত্যয়ের কথাও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহানগর আওয়ামী লীগসহ দলের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।