যুক্তরাজ্যে ঋষি সুনাকের সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪২:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
লন্ডন পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসের দ্বিপাক্ষিক বৈঠক কক্ষে দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে করোনা অতিমারি উত্তরণে বাংলাদেশের অর্জিত সাফল্যের ভূয়সী প্রশংসা করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেন, অনুন্নয়নশীল দেশগুলোর জন্য বাংলাদেশ এক অনুকরণীয় আদর্শ হয়ে উঠেছে। গত বছরের ২৫ অক্টোবর সুনাক দায়িত্ব নেয়ার পর প্রথম দুই নেতার বৈঠক হয়। জাপানে দ্বিপাক্ষিক সফর ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি নগরীতে বাংলাদেশের সাথে বিশ্বব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে যোগদানের পর প্রধানমন্ত্রী তার সফরের তৃতীয় ধাপে ৬ মে অনুষ্ঠিতব্য রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ৪ মে মধ্যরাতে লন্ডনে পৌঁছান।