যুক্তরাজ্যে বড় পরিসরে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু
- আপডেট সময় : ০৮:০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যে বড় পরিসরে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। দেশটিতে প্রথমবারের মতো ভ্যাকসিন নিয়েছেন ৯০ বছর বয়সী বৃদ্ধা- মার্গারেট কেনান। তিনি নর্দার্ন আয়ারল্যান্ডের এনিস্কিলেন শহরের বাসিন্দা।
জরুরি ভিত্তিতে ছাড়পত্র পাওয়ার পর বৃহস্পতিবার যুক্তরাজ্যে পৌঁছায় মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি- ফাইজারের তৈরি করোনাভাইরাসের টিকা। বিশ্বে প্রথমবারের মতো যুক্তরাজ্যে করোনা টিকার এই কর্মসূচি শুরু হলো। সকালে কনভেন্ট্রির ইউনিভার্সিটি হাসপাতালে করোনার ভ্যাকসিন নেন মার্গারেট। তাকে ইঞ্জেকশনের মাধ্যমে করোনা ভ্যাকসিনের এক ডোজ দেয়া হয়। মূলত করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকায় বয়স্ক লোকজনকে আগে ভ্যাকসিন দেয়া হচ্ছে। ভ্যাকসিন নেয়ার পর মার্গারেট বলেন, প্রথম ব্যক্তি হিসেবে ভ্যাকসিন গ্রহণ করতে পেরে নিজেকে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। যুক্তরাজ্যের প্রায় ৭০টি হাসপাতালে মঙ্গলবার টিকা কর্মসূচির আওতায় করোনার সম্মুখসারির যোদ্ধা হিসেবে স্বাস্থ্যকর্মী, ৮০ বছরের বেশি বয়সী লোকজন এবং কেয়ারহোমের কর্মীদেরকেই প্রথম টিকা দেয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।