যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত এক শিক্ষার্থী নিহত
- আপডেট সময় : ০৪:০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
- / ১৬০৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ক্যামব্রিজে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায়, গতকাল দুপুরে সাইদ ফয়সাল নামে ওই শিক্ষার্থী পুলিশের গুলিতে গুরুতর আহত হন। পরে, ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
পুলিশের দাবি, তারা গুলি করার আগে ওই তরুণ ধারালো ছুরি হাতে তাদের দিকে এগিয়ে যায়। তাকে থামাতে প্রথমে কয়েক রাউন্ড স্পঞ্জ ছোড়া হয়। কিন্তু, এতেও না থামলে এক পুলিশ কর্মকর্তা গুলি চালান। এদিকে, পুলিশের যে কর্মকর্তা সাইদ ফয়সালের ওপর গুলি চালিয়েছেন, তাকে ছুটিতে পাঠানো হয়েছে। ফয়সালের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তিনি ইউনিভার্সিটি অব বোস্টনে লেখাপড়া করতেন। তার পরিবারের প্রায় সবাই বোস্টনে বসবাস করেন। এদিকে, যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের ইনোচ শহরের এক বাড়ি থেকে ৮ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।