যুক্তরাষ্ট্রে মানবাধিকার ও গণতন্ত্র কোথায়? : সংসদে প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩১:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / ১৬০৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে মানবাধিকার ও গণতন্ত্র কোথায়? জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের সমাপনী ভাষণে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দৈনিক প্রথম আলোকে দেশের জনগণ, গণতন্ত্র ও স্থিতিশীলতা এবং আওয়ামী লীগের শক্র বলে মন্তব্য করেন তিনি। অবৈধ সামরিক শাসকের তৈরী করা দলগুলো আজ গণতন্ত্রের সবক দিচ্ছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে দেশে সংসদীয় গণতন্ত্র ফিরে এসেছে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ এদেশের সরকারগুলোকে স্থায়িত্ব দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব শুরু হয় জাতীয় সংসদের সুবর্ন জয়ন্তী উপলক্ষে শুরু হওয়া বিশেষ অধিবেশনের সমাপনী সেশন।
সমাপনী বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সংসদীয় শাসন ব্যবস্থা পেয়েছে বাংলাদেশ।
দেশের উন্নয়নের নেপথ্যে গণতন্ত্রের ধারবাহিকতা মন্তব্য করে সরকার প্রধান বলেন, একটি সংবাদপত্র দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ধ্বংসের ষড়যন্ত্র করছে।
বিশ্বজুড়ে গণতন্ত্রের সবক দানকারি যুক্তরাষ্ট্রে গণতন্ত্র ও মানবাধিকার কোথায় সেই প্রশ্নও তুলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সব ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ তার অভীষ্ট লক্ষ্যে পৌছাবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা।
সবশেষ জাতীয় সংসদের সুবর্ন জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর উত্থাপিত প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।