যুক্তরাষ্ট্রে লকডাউনের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন বেশ কয়েকটি অঙ্গরাজ্যের মানুষ

- আপডেট সময় : ১২:০০:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে লকডাউনের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন বেশ কয়েকটি অঙ্গরাজ্যের মানুষ। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এসব অঙ্গরাজ্যে জনগণকে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
মিশিগান, ওহাইয়ো, কেন্টাকি, মিনেসোটা, নর্থ ক্যারোলাইনা ও উতাহ অঙ্গরাজ্যে করোনার প্রাদুর্ভাবে অর্থনৈতিক সংকটের আশঙ্কায় লকডাউনের বিরুদ্ধে রাস্তায় নামে তারা । এই বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার বলেন, অল্প কয়েকজন মানুষ বিক্ষোভ করছেন এবং এটি তাদের অধিকার। মানুষ ঘরে থাকতে চাইছে না। জীবিকা নিয়ে তারা উদ্বিগ্ন। হুইটমার আরও বলেন, দুঃখের বিষয় হলো, তারা যত বাইরে বের হবেন, ভাইরাসের তত বিস্তার হবে। তাই এ লকডাউন আরও দীর্ঘমেয়াদের জন্য বহাল রাখতে হবে। লকডাউনবিরোধী বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক টুইট বার্তায় তিনি এই সমর্থন জানান।