যুক্তরাষ্ট্রের টেক্সাসের গির্জায় বন্দুকধারীর হামলায় দু’জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
- / ১৫২৯ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি গির্জায় বন্দুকধারীর হামলায় অন্তত দু’জন নিহত হয়েছে।
রোববার দুপুর বারোটার দিকে গির্জায় প্রার্থনার সময় এই হামলার ঘটনা ঘটে। ওয়েস্ট ফ্রিওয়ে গির্জার প্রার্থনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার হচ্ছিলো। ভিডিও ফুটেজে দেখা যায়, প্রার্থনা চলার সময় নিজ আসন থেকে উঠে একজন বন্দুকধারী অতর্কিতে গুলি চালায়। এ সময় ২ জন আহত হয়। পরে নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে নিহত হয় বন্দুকধারী। গুলিতে আহত দু’জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কোন তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি। এরই মধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।