যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট ও হিউস্টনে বন্দুক হামলায় কমপক্ষে ৬ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট ও হিউস্টনে আলাদা বন্দুক হামলায় কমপক্ষে ছয় জন মারা গেছে। স্থানীয় সময় রোববার এ সব হামলা হয়।
মিডওয়েস্টার্ন সিটির পুলিশ প্রধান জেমস হোয়াইট গণমাধ্যমকে জানান, নিহত তিনজনের মধ্যে দুই নারী ও একজন পুরুষ রয়েছে। ভোরে তাদেরকে শহরের আলাদা স্থানে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। হামলাকারীকে ধরতে বিভিন্ন সংস্থা কাজ করছে। এদিকে, যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে আরেকটি বন্দুক হামলায় তিন জন নিহত হয়েছে। ওই হামলাকারী প্রথমে ভুক্তভোগীদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে, তাদেরকে গুলি করে হত্যা করে। এ সময় পুলিশের গুলিতে ওই সন্দেহভাজন ব্যক্তিও নিহত হন। হিউস্টনের পুলিশ প্রধান ট্রয় ফিনার বলেন, সন্দেহভাজন হামলাকারী বেশ কয়েকটি বাসস্থানে আগুন ধরিয়ে দিয়ে বাসিন্দাদের বাইরে আসার জন্য অপেক্ষা করে এবং তাদের ওপর গুলি চালায়।