যুক্তরাষ্ট্রের নির্বাচন ও ভোট গণনায় বিদেশি শক্তি হস্তক্ষেপ করতে পারেনি
- আপডেট সময় : ০৭:০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নির্বাচন ও ভোট গণনায় কোনো বিদেশি শক্তি হস্তক্ষেপ করতে পারেনি বলে জানিয়েছে দেশটির সরকার। বুধবার এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের শীর্ষ সাইবার কর্মকর্তা ক্রিস্টোফার ক্রেবস । তিনি বলেন, কোনো বিদেশি বৈরী শক্তি ভোটের হিসেবে পরিবর্তন কিংবা ভোট দিতে মার্কিন নাগরিকদের বাধাগ্রস্ত করতে পারেনি। নিলুফা ডালিয়ার ডেস্ক প্রতিবেদন।
যুক্তরাষ্ট্রের নির্বাচনের ঘটনাবলীর ওপর গভীরভাবে নজর রেখেছে রাশিয়ার গণমাধ্যম আর রাজনীতিবিদরা। দেশটির এক সংসদ সদস্য মার্কিন নির্বাচন নিয়ে বলেছেন, পরাশক্তির ভরাডুবির এ দৃশ্য দেখাটা মোহনীয়! রাশিয়ার ক্ষমতাসীন কিছু ব্যক্তি মনে করেন যে, যুক্তরাষ্ট্রের দ্বিধা-দ্বন্দ্ব, মামলা-মোকদ্দমা আর সাধারণ নির্বাচন পরবর্তী বিশৃঙ্খলা থেকে লাভবান হতে পারে মস্কো।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে যখন টানটান উত্তেজনা চলছে, ঠিক তখনই মাথাচাড়া দিয়ে উঠেছে বিক্ষোভ। পোর্টল্যান্ড শহরে আতশবাজি, হাতুড়ি এবং রাইফেল জব্দ করেছে পুলিশ। এসময় সেখান থেকে ১১ জনকে আটক করা হয়। নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছেন, বুধবার গভীর রাতে শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভ থেকে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। পোর্টল্যান্ড, ওরেগনে প্রতিটি ভোট গণনার দাবিতে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সহিংস হয়ে উঠলে ন্যাশনাল গার্ড সক্রিয় করেন ওরেগনের গভর্নর কেট ব্রাউন।
মার্কিন নির্বাচনে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের সিনেটর নির্বাচিত হয়েছেন সারা ম্যাকব্রাইড। ডেলাওয়্যার অঙ্গরাজ্যের আসন থেকে রিপাবলিকান প্রার্থী স্টিভ ওয়াশিংটনকে হারিয়ে জয় লাভ করেন তিনি।
যুক্তরাষ্ট্রে নির্বাচনের তোলপাড়ের মধ্যেও গত ২৪ ঘণ্টায় ৯৯ হাজারের বেশি মানুষ করোনা মহামারীতে আক্রান্ত হয়েছেন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাবে এই তথ্য পাওয়া গেছে।