যুক্তরাষ্ট্রের লাখো নারী হারাতে পারেন গর্ভপাতের অধিকার
- আপডেট সময় : ০৭:২৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের লাখো নারী হারাতে পারেন গর্ভপাতের অধিকার। সুপ্রিম কোর্টের ফাঁস হওয়া একটি গোপন খসড়া নথি থেকে এ তথ্য জানা গেছে। রাজনীতি বিষয়ক সংবাদ মাধ্যম- পলিটিকো এ নথি প্রকাশ করেছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা জুনের শেষে কিংবা জুলাইয়ের প্রথমদিকে এ বিষয়ে রায় ঘোষণা করতে পারেন।
এরই মধ্যে ঘটনাটি নিয়ে নিন্দার ঝড় উঠেছে। সুপ্রিম কোর্ট ভবনের বাইরে তাৎক্ষণিকভাবে বিক্ষোভও হয়েছে। ফাঁস হওয়া ওই গোপন খসড়া নথির প্রেক্ষিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সিদ্ধান্তটি যদি কার্যকর হয়, তাহলে অন্যান্য স্বাধীনতাকেও প্রশ্নবিদ্ধ করতে পারে। নথিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত দেশব্যাপী গর্ভপাতকে বৈধতা দেয়ার আইনি সিদ্ধান্ত ‘রো ভারসেস ওয়েড’ উলটে দেয়ার পক্ষে। ১৯৭৩ সালের ওই রায় সুপ্রিম কোর্ট বাতিল করে দিলে যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক অঙ্গরাজ্যেই গর্ভপাত নিষিদ্ধ হয়ে যেতে পারে। আইনি সিদ্ধান্তটি বাতিল হতে পারে—এমন খবরে সোমবার রাতেই দেশের রাজনৈতিক পরিমণ্ডলে আলোড়ন সৃষ্টি হয়। গর্ভপাতের অধিকারের এ আইনি সিদ্ধান্ত বাতিল হলে যুক্তরাষ্ট্রে কয়েক দশকের রক্ষণশীল আন্দোলন বড় ধরনের জয় পাবে। নেতৃস্থানীয় উদার ব্যক্তিত্ব, চিকিৎসা-সংশ্লিষ্ট নানা পক্ষ এবং ডেমোক্র্যাট নেতাদের এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ডাক এসেছে।