যুক্তরাষ্ট্রের স্বেচ্ছাচারিতা ও অবৈধ দাবির কাছে নতি স্বীকার করবে না ইরান
- আপডেট সময় : ০৮:৪৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের স্বেচ্ছাচারিতা ও অবৈধ দাবির কাছে নতি স্বীকার করবে না ইরান– এমন হুঁশিয়ারী দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী। ইরানের বিরুদ্ধে আগের সব নিষেধাজ্ঞা বহালের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বিশ্বে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন রুহানী।
নিরাপত্তা পরিষদের সদস্যরা পরমাণু সমঝোতা প্রত্যাখ্যানের পরেও যদি যুক্তরাষ্ট্র তার ভুল দাবি আঁকড়ে থাকে– তবে তার সুস্পষ্ট জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ার করেন ইরানের প্রেসিডেন্ট। এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে সতর্কতার সাথে কথা বলতে আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। এক টুইটবার্তায় জারিফ একথা বলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মাইক পম্পেও যুক্তরাষ্ট্রকে আরও বেশি হাসির পাত্রে পরিণত করার আগেই ট্রাম্পের উচিত নিজের পথ পরিবর্তন করা। পম্পেও শনিবার দাবি করেছেন, ২০১৫ সালের পরমাণু চুক্তির স্ন্যাপব্যাক ধারা অনুযায়ী ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও এ বিষয়ে পদক্ষেপ নিতে অপারগতা প্রকাশ করেছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের দাবি, ২০ সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়ে গেছে।