যুগপৎ আন্দোলনের ৪র্থ কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও সমমনা দল
- আপডেট সময় : ০২:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
- / ১৭৪৩ বার পড়া হয়েছে
সরকারের বিরুদ্ধে চলমান যুগপৎ আন্দোলনের চতুর্থ কর্মসূচি নিয়ে আজ মাঠে নামছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। ঢাকাসহ সব মহানগর ও জেলা সদরে বিক্ষোভ সমাবেশ করবে তারা। রাজধানীতে আট স্থানে পালন করা হবে কর্মসূচি। এ সমাবেশ থেকে ৪ ফেব্রুয়ারি সব মহানগর ও জেলায় আবারও বিক্ষোভ সমাবেশের ঘোষণা আসবে।
বিএনপির একাধিক নেতা বলেন, ৪ ফেব্রুয়ারি সব মহানগর ও জেলায় ফের বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। দশ দফার পাশাপাশি বিএনপিসহ সমমনাদের কর্মসূচির দিন আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে বিরোধী দলের ওপর হামলা ও পুলিশি জুলুম-নির্যাতনের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করা হবে। এর সঙ্গে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিষয়টিও যুক্ত হবে। আগের গণমিছিল, গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল সমাবেশে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল। যুগপৎ আন্দোলনের চতুর্থ কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি আরও বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেন, জনগণের দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে বিএনপি। কিন্তু এসব কর্মসূচিতে নানাভাবে বাধা দিচ্ছে ক্ষমতাসীনরা। তবে সব বাধা উপেক্ষা করেই নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও কর্মসূচিতে অংশ নিচ্ছে।