যুদ্ধ ও অস্ত্রের খেলা বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
- আপডেট সময় : ১০:২১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- / ১৬৫২ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে যুদ্ধ ও অস্ত্রের খেলা বন্ধে বিশ্বনেতাদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে জয়িতা টাওয়ারের উদ্বোধনীতে নারী উদ্যোক্তা সমাবেশে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, নারীদের ক্ষেত্রে সব সময়ই আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার থাকায় তৃণমূল থেকে সর্বত্র এগিয়েছে নারীরা। তিনি বলেন, শুধু দাবি জানানো নয়, নারীদের অধিকার অর্জন করতে হবে।
রাজধানীর ধানমন্ডিতে জয়িতা ফাউন্ডেশনের নবনির্মিত জয়িতা টাওয়ার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। পরে মার্কেট প্লেস পরিদর্শন করেন সরকার প্রধান। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে পুরো ভবনে নারী উদ্যৈক্তাদের তৈরি বিভিন্ন পন্য সামগ্রী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। জয়িতা টাওয়ার উদ্বোধন শেষে গণভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত নারী উদ্যোক্তাদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী।
নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে বিশ্বজুড়ে যুদ্ধের দামাম চলছে জানিয়ে যুদ্ধ ও অস্ত্রের খেলা বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি আহবান জানান শেখ হাসিনা।
বর্তমান সরকার নারীদের সম্মান দেয়ায়, দেশে সবক্ষেত্রে এগিয়ে গেছে নারীরা। বিএনপি জামায়াত জোটের সমালোচনা করেন তিনি। নৌকায় ভোট দেয়ার কারণে দেশ এগিয়ে যাচ্ছে। আগামীতে এমন ধারা অব্যহত রাখাতে নারীদের এগিয়ে আসার আহবান ও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।