যুদ্ধবিরতির ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
সিরিয়ার ইদলিবে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই সামরিক চুক্তি কার্যকর করা হবে । এদিন রাশিয়ার রাজধানী মস্কোয় ছয় ঘণ্টাব্যাপী বৈঠকের পর এ ঘোষণা দেন তারা।বিদ্রোহী নিয়ন্ত্রিত একমাত্র প্রদেশ ইদলিবে গত কয়েক দিনের হামলা পাল্টা হামলায় তুরস্ক ও সিরিয়া, দুই দেশেরই প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । বুধবার আঙ্কারা তাদের দুই সেনা নিহত হওয়ার খবর স্বীকার করে । এ নিয়ে ইদলিবে নিহত তুর্কি সেনার সংখ্যা সরকারি হিসাবেই অর্ধশত ছাড়িয়ে গেছে।
অন্যদিকে তুরস্ক সিরিয়ার তিনটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে । তাদের এ হামলায় আসাদের ছয় শতাধিক সেনা ও ইরান সমর্থিত শিয়া বিদ্রোহী মারা গেছে বলে দাবি করা হয়।