যুদ্ধের প্রভাবে ডলারের দাম বেড়েছে ৩ টাকা
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৭:০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে অস্থিরতা তৈরী হয়েছে ডলারের বাজারে। গেল ১৫ দিনের ব্যবধানে আড়াই থেকে তিন টাকা বেড়েছে ডলারের দাম। এতে আমদানী নির্ভর পণ্যের দাম বাড়তে শুরু করেছে। ডলারের সঙ্গে তাল মিলিয়ে জাহাজ আর কন্টেইনার ভাড়াও বেড়ে গেছে হঠাৎ। এর নেতিবাচক প্রভাব পড়ছে জাতীয় অর্থনীতিতে। অর্থনীতিবিদদের দাবি, রিজার্ভকে কাজে লাগিয়ে পরিস্থিতি মোকাবিলা না করলে, মারাত্মক মুদ্রাস্ফীতির দেখা দেবে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। যুদ্ধের ডামাডোলে আন্তর্জাতিক বাণিজ্যে স্থবিরতা দেখা দেয়ায়, অস্থিরতা তৈরী হয়েছে আন্তর্জাতিক মুদ্রা বাজারে।
বাংলাদেশের শিল্পের কাঁচামাল ও নিত্যপণ্যের বিরাট অংশই আমদানী নির্ভর। ডলারের দাম বাড়ায়, বাড়তে শুরু করেছে আমদানীনির্ভর পণ্যের দাম।
ডলারের নতুন দামে রপ্তানী বাণিজ্যে কিছুটা স্বস্তির কথা থাকলেও জাহাজ ও কন্টেইনার ভাড়া বাড়ায় ব্যয় বাড়ছে রপ্তানীকারকদের।
অর্থনীতিবিদরা বলছেন, যুদ্ধের আড়ালে নতুন ইকোনোমি মডেল তৈরী করছে বিশ্বমোড়লরা। এর সঙ্গে তাল মেলানো ও ডলারের বাজার স্থিতিশীল রাখতে বৈদেশিক মুদ্রানীতি ঢেলে সাজাতে হবে।
করোনা পরিস্থিতির পও পর্যপ্ত রিজার্ভ আছে কেন্দ্রীয় ব্যাংকে। প্রয়োজনে তা কাজে লাগানোর তাগিদ দেন অর্থনীতিবি সৈয়দ আহসানুল আলম পারভেজ দের।