যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাটের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক
- আপডেট সময় : ০৭:৪৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় ২১৯ কোটি টাকা পাচার এবং ৪ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা।
সম্রাট সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় তিনটি ক্যাসিনোতে ২ কোটি ৩ হাজার ডলার ক্যাশ-আউট করে নিজ নামে বিদেশে বিনিয়োগ করেছেন বলে প্রমাণিত হয়েছে দুদকের তদন্তে। এজাহারে উল্লেখ করা হয়, ইসমাইল চৌধুরী সম্রাট বেনামে কেনা ফ্ল্যাটসহ অবৈধভাবে ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজ ভোগদখলে রেখে দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। যার মধ্যে ২১৯ কোটি ৪৮ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাচার এবং আয়ের উৎস গোপনের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। অর্থপাচারের আরো তথ্য পেতে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় এমএলআর পাঠানো হয়েছে বলে জানিয়েছে দুদক।