যে কারণে ট্রফি উন্মোচনের সুযোগ পেলেন দিপিকা পাড়ুকোন
- আপডেট সময় : ১২:১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রায় শত বছরের ইতিহাসে নাম লেখালেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ু,কোন।
ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপ ট্রফি উন্মোচন করলেন তিনি। গত রোববার রাতে আরজেনটিনা ও ফ্রান্সের মধ্যকার আয়োজিত ম্যাচে লুসাইল আইকনিক স্টেডিয়ামে ‘দ্যুতি’ ছড়ালেন তিনি।
ট্রফি উন্মোচনের ওই পর্বে তার সঙ্গে ছিলেন স্পেনের সাবেক ফুটবলার ইকার ক্যাসিয়াস। যে ট্রফির জন্য এক মাস ধরে লড়াই চালিয়ে গেছে বিশ্বের সেরা ৩২ দেশ।
ট্রফি উন্মোচনের আয়োজনে সচরাচর ফুটবলারদের দেখা যায়। তাহলে দীপিকা এলেন কীভাবে—সেই প্রশ্নের উত্তর জানবো আজকের আয়োজনে।
ফুটবলের সঙ্গে দীপিকার যোগসূত্র গড়ে দিয়েছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ফরাসি ব্র্যান্ড লুই ভিতোঁ। ব্র্যান্ডটির এ্যাম্বাসেডর হিসেবেই ট্রফি উন্মোচনের আয়োজনে উপস্থিত ছিলেন দীপিকা।
সাধারণ সময়ে সুইজারল্যান্ডের জুরিখে ফিফা জাদুঘরে বিশ্বকাপের ট্রফি রাখা হয়। সেখান থেকে ট্রফি স্টেডিয়ামে আনা–নেওয়ার জন্য যে বিশেষ ট্রাংক ব্যবহার করা হয়, সেটি সরবরাহ করে লুই ভিতোঁ।
আর এই সূত্রে ফুটবলের বিশ্বমঞ্চে এলেন দীপিকা। এই প্রথম কোন ভারতীয় পেলেন এই সম্মাননা।
ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তার অগণিত ভক্তরা। সেদিন লুই ভিতোঁর নকশায় চামড়ার জ্যাকেট ও সাদা শার্টে আলোঝলমলে স্টেডিয়ামে দ্যুতি ছড়িয়েছেন দীপিকা।
অবশ্য আলোচনার পাশাপাশি তাঁর পোশাক নিয়ে বিদ্রূপও করছেন কেউ কেউ। তাঁর জ্যাকেটের সঙ্গে ব্যাগের তুলনা টেনেছেন কেউ কেউ। তবে সেসব সমালোচনা গায়ে মাখতে নারাজ দীপিকা।
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘ ইতিহাসের অন্যতম সেরা ম্যাচের সাক্ষী হওয়ার চেয়ে আর বেশি কিছু চাইনি।’
কাতার বিশ্বকাপে অংশ নিতে শনিবার স্বামী রণবীর সিংকে নিয়ে উড়াল দিয়েছিলেন দীপিকা। আর্জেন্টিনা ও ফ্রান্সের ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করেছেন তাঁরা। দু’জনের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন রণবীর।
ম্যাচটি উপভোগের পাশাপাশি মুক্তির অপেক্ষায় থাকা পাঠান সিনেমার প্রচারণায়ও অংশ নিয়েছেন দীপিকা। সঙ্গে হাজির হয়েছিলেন সিনেমার অভিনেতা শাহরুখ খা