যে কোন বিষয়ে আন্দোলন করে জনগণকে জিম্মি করা, কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
যে কোন বিষয়ে আন্দোলন করে জনগণকে জিম্মি করা, কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না ।বলে হুশিয়ার করেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদে এক অনুষ্ঠান শেষে পরিবহন ধর্মঘট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।সংশ্লিষ্টদের সাথে আলোচনার মাধ্যমে জনস্বার্থে সরকার সড়ক পরিবহন আইন প্রনয়ন করেছে উল্লেখ করে সকলকে তা মেনে চলার আহবান জানান জি এম কাদের। এর আগে, সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা মিলনায়তনে ৬’শ ৬০ জন কৃষককে বিনামূল্যে সার ও বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়।