যে কোন দুর্যোগে নিরাপদ দুরত্বে অবস্থান করাই হচ্ছে বিএনপির রাজনীতি :ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
যে কোন দুর্যোগে নিরাপদ দুরত্বে অবস্থান করাই হচ্ছে বিএনপির রাজনীতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি চায় লকডাউনের নামে জনগণের জীবনকে স্তব্ধ করার পাশাপাশি জীবিকা রুদ্ধ করে অর্থনৈতিক স্থবিরতা সৃষ্টি করতে। তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার দক্ষতা ও সাহসিকতার সাথে জীবন ও জীবিকার ভারসাম্য তৈরি করার চেষ্টা করছে। ওবায়দুল কাদের সকলকে ধৈর্য ধারনের আহবান জানিয়ে বলেন, কঠোরভাবে সামাজিক দুরত্ব মেনে চলতে হবে এবং মনে সাহস রাখতে হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন,আন্দোলন ও সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপির নেতারা সবসময় জনগণকে বিভ্রান্ত করে ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে।