যে কোন প্রকল্প নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
যে কোন প্রকল্প নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
অযৌক্তিক কারণে প্রকল্প ব্যয় বাড়লেও কোন ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারী দেন তিনি।
সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গন্ধর্বপুর ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্প পরিদর্শন শেষে মন্ত্রী এই হুঁশিয়ারী দেন। নির্ধারিত সময়েই প্রকল্পের কাজ শেষ হবে । রাজধানীতে এলাকাভেদে পানি ও বিদ্যুৎসহ ইউটিলিটি সার্ভিস ভিন্ন হতে পারে বলেও মন্তব্য করেন মন্ত্রী । রূপগঞ্জের শীতলক্ষ্মা নদীর পূর্বপাড়ে গন্ধর্বরপুরে ঢাকা ওয়াসার এই প্রকল্পে প্রথম ধাপে দৈনিক ৫০ কোটি লিটার পানি শোধন হবে। পরিশোধিত পানি ঢাকা নগরীর উত্তর-পশ্চিমাংশে বাড্ডা, গুলশান-বনানী-উত্তরাসহ বিভিন্ন এলাকায় পানি সরবরাহ করা সম্ভব হবে।