যে কোন সময় বন্ধ হতে পারে পোল্ট্রি, মৎস্য ও পশুখাদ্যের উৎপাদন
- আপডেট সময় : ০৯:২২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
লাগামহীনভাবে কাঁচামালের দাম বাড়ায় যে কোন সময় বন্ধ হতে পারে পোল্ট্রি, মৎস্য ও পশুখাদ্যের উৎপাদন। ফিড ইন্ডাষ্ট্রিজ অ্যাসোসিয়েশন- এফআইএবি নেতাদের দাবি, কাঁচামালের দর সমন্বয় করতে না পারলে ফিড মিলগুলো দ্রুত বন্ধ হয়ে যেতে পারে। সকালে ঢাকার মহাখালীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ উদ্বেগের কথা জানান তাঁরা।
আমিষের চাহিদা পূরণে ভুমিকা রাখছে দেশের পোল্ট্রি খাত। করোনায় নানা কারণে দিন দিন হুমকির মুখে পড়ছে এই খাত। বন্ধ হয়ে গেছে অনেক ছোট বড় ফিড মিল।
ফিড ইন্ডাষ্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ-এফআইএবি’র হিসেবে মাত্র কয়েক মাসের ব্যবধানে কাঁচামালের দাম বেড়েছে ১২৩ শতাংশ পর্যন্ত।
(২০২০ সালের মার্চে ভূট্টার দাম ছিল প্রতি কেজি ২৪ টাকা, চলতি মাসে তা বেড়ে হয়েছে ৩৭ টাকা। ৩৭.২৫ টাকার সয়াবিন মিলের দাম এখন ৭০ টাকা। আর ২১ টাকার রাইস পলিস কিনতে হচ্ছে ৩৬.৩ টাকায়। ১৩৩.৩৩ টাকার এল-লাইসিন ২০০ টাকা, ২০০ টাকার ডিএলএম ৩০০ টাকায়, ৫৪ টাকার পোল্ট্রি মিল ৮০ টাকায় এবং ১০০ টাকার ফিস মিল ১৪৬ টাকা হয়েছে)
এমন বাস্তবতায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন, ফিড ইন্ডাষ্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ এফআইএবির নেতারা।
সংগঠনের নেতারা জানান, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাঁচামালের দাম ।
পরিস্থিতি মোকাবিলায় দাম নিয়ন্ত্রণ সহ ২০২৫ সাল পর্যন্ত কর অবকাশ চান,এফআইএবির নেতারা
সংকট বাড়লে এ খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় ২ কোটি মানুষের জীবন ও জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে বলেও আশঙ্কা এফআইএবি’র নেতাদের।