যেসব দেশ নিষেধাজ্ঞা দেবে তাদের পণ্য কেনা হবে না : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
- / ১৮০৯ বার পড়া হয়েছে
যেসব দেশ অযাচিত নিষেধাজ্ঞা দেবে তাদের কাছ থেকে কিছু কেনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ত্রিদেশীয় সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্ত জানান। সরকার প্রধান বলেন, বাংলাদেশ আত্মনির্ভরশীল রাষ্ট্র।
তাই ভয় নয়, আত্মবিশ্বাস নিয়েই আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করবে। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ নিয়ে শঙ্কার কিছু নেই বলেও আশ্বস্ত করেন শেখ হাসিনা। মোখায় ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পুনর্বাসন কার্যক্রম শুরুর নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে আবারও ঘূর্ণিঝড় হবার শঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক করেন তিনি।
জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সম্প্রতি শেষ হওয়া সফর সম্পর্কে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান বক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লিখিত বক্তব্যে তিনি জানান, এই সফরে জাপান-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক সুদৃঢ় হয়েছে এবং ৩০ বিলিয়ন ইয়েন বাজেট সহায়তার আশ্বাস পেয়েছে ঢাকা।
প্রশ্নোত্তর পর্বের শুরুতেই ঘূর্ণিঝড় মোখার প্রসঙ্গ। আবারও ঘূর্ণিঝড়ের শঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক করেন তিনি। প্রশ্নের মাঝে দেশ থেকে বিদেশ। উঠে আসে রেবের নিষেধাজ্ঞার বিষয়। সরকারের শক্ত অবস্থান তুলে ধরেন শেখ হাসিনা।আবারও নির্বাচন প্রসঙ্গ। আওয়ামী লীগের ইশতেহার কেমন হবে সেই ইঙ্গিতও দেশ আওয়ামী লীগ সভাপতি। বিএনপি’র সঙ্গে কোনো সংলাপ হবে না জানিয়ে তাদের আন্দোলনের উৎস কোথায়, তা খতিয়ে দেখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।