যৌক্তিক আন্দোলনের প্রতি সরকার সহনশীল: ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৩:১৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / ১৮৬৩ বার পড়া হয়েছে
যৌক্তিক আন্দোলনের প্রতি সরকার সহনশীল, তাদের বিষয়টি প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আদালতের সিদ্ধান্তের জন্য ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে।
সকালে রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ নেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধান ওবায়দুল কাদের আরো বলেন, শিক্ষার্থীরা যেন কারো ফাঁদে পা না দেয়। বিএনপি জামায়াতকে কোন ছাড় দেয়া হবে না। তাদের প্রতিহত করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেন তিনি। বিএনপি মহাসচিবের বক্তব্যে পরিষ্কার, তারা শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে সরকার হটাতে চাইছে। তারা শিক্ষার্থীদের আবেগ পুঁজি করে সহিংসতার পথে হাটছে। ঢাকায় প্রশিক্ষিত সন্ত্রাসী এনে গুপ্তহত্যা চালাতে চাইছে বলেই বিএনপি অফিস থেকেই বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে বলে দাবি করেন ওবায়দুল কাদের।