যৌতুকের দাবিতে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামীর মৃত্যুদন্ড দিয়েছে আদালত

- আপডেট সময় : ০২:৩৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
পাবনায় যৌতুকের দাবিতে স্ত্রী রুমানা পারভীন অন্তরাকে গুলি করে হত্যার দায়ে স্বামী আব্দুল্লাহ’র মৃত্যুদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।
দুপুরে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, রুমানা পারভীন অন্তরার সাথে আব্দুল্লাহর বিয়ের পর থেকেই আব্দুল্লাহ তার পরিবারের লোকজনের প্ররোচনায় অন্তরার পরিবারের কাছে এক লাখ টাকা ও একটি মোটর সাইকেল দাবী করে। যৌতুক না দেয়ায় অন্তরাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। এরই এক পর্যায় ২০১৪ সালের ৩০ অক্টোবর রাতে আব্দুল্লাহ আবার যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দেয়। টাকা দিতে অস্বীকার করলে আব্দুল্লাহ তার পিতার ঘর থেকে বন্দুক এনে অন্তরকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহত রুমানা পারভীন অন্তরার পিতা রফিকুল ইসলাম চারজনকে আসামী করে মামলা দায়ের করে।