রংপুর দিনাজপুর জয়পুরহাট ও নোয়াখালীতে মাস্ক বিরতণ
- আপডেট সময় : ০৬:০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
করোনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রংপুর দিনাজপুর জয়পুরহাট নোয়াখালীতে মাস্ক বিরতণ করেছে জেলা প্রশাসন।
স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর অবস্থানে মাঠে নেমেছে রংপুর জেলা প্রশাসন। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে শনিবার দুপুরে নগরীর জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্ত্বর, বেতপট্টি ও সিটি বাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাস্ক না পড়া ও স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
দিনাজপুরে করোনা প্রতিরোধে জনসাধারনের মধ্যে মাষ্ক বিতরণ করেছেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। সকালে শহরের বাহাদুর বাজার মালদহপটি,মুসিপাড়া সহ শহরের বিভিন্ন স্থানে মাষ্ক বিতরণ তিনি।
নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে বিনামুল্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। সকাল ১১টা থেকে মাইজদীতে এ কার্যক্রম শুরু হয়ে চৌমুহনীর চৌরাস্তা ও প্রধান প্রধান এলাকায় সাধারণ মানুষকে করোনা প্রতিরোধে সচেতন করা হয়।
এদিকে, জয়পুরহাটে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে।