রংপুর সিটি নির্বাচনে জাপার প্রার্থীর রিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
- আপডেট সময় : ০৫:১৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
রংপুর সিটি নির্বাচনের পরিবেশ নষ্ট করতে নির্বাচন কমিশনে জাতীয় পার্টি প্রার্থীর নামে ১০টি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে, বলে জানিয়েছেন, জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। অন্যদিকে আওয়ামী লীগ মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া অভিযোগ করে অস্বীকার করে বলেন, তিনি নির্বাচিত হলে আধুনিক নগরী গড়ে তুলবেন।
যোগ তুলেছেন। জাতীয় পার্টির প্রার্থী বলেছেন, নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক বিভিন্ন অভিযোগ দেয়া হয়েছে। তবে তা অস্বীকার করে আওয়ামী লীগ প্রার্থী বলেন, কারো বিরুদ্ধে কোন অভিযোগ করেননি তিনি। এদিকে.. নগরবাসীরা বলেছেন, কে কার বিরুদ্ধে অভিযোগ করল তা নিয়ে মাথা ব্যথা নেই। তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দেবেন তারা।
সকালে নগরীর টার্মিনাল এলাকায় প্রচারণায় নেমে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান বলেন, তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে দশটি অভিযোগ দিয়েছে প্রতিপক্ষ। তবে তাতে তিনি ভয় পান না জানিয়ে বলেন, তার সাথে জনগণ আছে।
নগরীর মেডিকেল পূর্বগেট এলাকায় প্রচারণায় গিয়ে আওয়ামী লীগ প্রার্থী ডালিয়া বলেন, তিনি মেয়র নির্বাচিত হলে নগরীর সব সমস্যা দূর করে আধুনিক সিটি কর্পোরেশন গড়ে তুলতে কাজ করবন।
২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন। ইভিএমে নগরীর ৪ লাখ ২৬ হাজার ৪৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।