রংপুরে অডিশনের মধ্য দিয়ে ব্যাংকার্স ভয়েসের যাত্রা শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ভাওয়াইয়া খ্যাত উত্তরের বিভাগীয় নগরী- রংপুরে অডিশনের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো ৬৬টি ব্যাংকের প্রায় ৪ লক্ষ ব্যাংকার্সদের নিয়ে বিশেষ রিয়েলিটি শো- ব্যাংকার্স ভয়েস।
দুপুরে নগরীর শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে অডিশনে দ্বিতীয় রাউন্ডের জন্য ১৫ জন প্রতিযোগী নির্বাচিত হন। পর্যায়ক্রমে দেশের সব কটি বিভাগে অডিশনের মধ্য দিয়ে শেষ হবে ব্যাংকার্স ভয়েসের দেশব্যাপী বাছাই পর্ব। কিংবদন্তী মিডিয়ার তত্ত্বাবধায়নে বিশেষ রিশেলিটি শো ব্যাংকার্স ভয়েসের মিডিয়া পার্টনার এসএটিভি। শুক্রবার রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীতেও বিভাগীয় অডিশনের মধ্য দিয়ে বাছাই করা হবে ব্যাংকার্স ভয়েস।