রংপুরে ছাত্রীনিবাস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৬:০০:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
রংপুরে ছাত্রীনিবাস থেকে শাহানাজ আক্তার মুন্নী নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্রী তিনি।
আশরতপুর ঈদগাহপাড়া কামাড়ের মোড় এলাকার আজিজুল ছাত্রী নিবাসের দ্বিতীয় তলার ২০৪ নম্বর কক্ষে থাকতেন শাহানাজ। গতকাল রাতে অন্যান্য কক্ষে থাকা ৩ শিক্ষার্থী তাকে ডাকতে গিয়ে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখে তারা। পরে মেস মালিক ও পুলিশে এসে মরদেহ উদ্ধার করে।
সাতক্ষীরার চাঞ্চল্যকর লোমহর্ষক হত্যাকান্ডের মূল আসামী জাকিরকে গ্রেফতারের পর ইয়াসিন আলীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে রেব। ইয়াছিন আলীর কাছে ব্যবসায়িক লেনদেনের ২০ হাজার টাকা পেতেন জাকির। কয়েকবার তাগাদা দিয়ে টাকা না পেয়ে তাকে হত্যার পরিকল্পনা করে জাকির। ইয়াছিনকে বুঝতে না দিয়ে নতুন ব্যবসার কথা বলে গত ৩০ আগস্ট ভ্যানে করে তাকে শহরের বাইপাস সড়কে নিয়ে যায়। দীর্ঘ সময় গল্পগুজব করে সময় ক্ষেপন করতে থাকে জাকির। রাত ১২টার পরে ইয়াছিনের গলায় দা দিয়ে কোপ মারে সে। এক পর্যায়ে ইয়াছিনের মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। তখন মাথাবিহীন মরদেহ টেনে রাস্তার পাশে পানিতে ফেলে দেয়।
জামালপুরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে এক যুবতীকে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল রাতে সদর উপজেলার কুমারিয়া গ্রামে দুর্বৃত্তরা এক অজ্ঞাত যুবতীকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। পরে, গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করে।