রংপুরে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

- আপডেট সময় : ০৫:২৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
রংপুরের পীরগাছায় উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা অডিটরিয়ামে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টি নেতা আবু নাসের শাহ মাহবুবার রহমান। সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে কণ্ঠ ভোটে উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমানকে সভাপতি ও আব্দুর রশিদ সরকারকে সাধারণ সম্পাদক এবং মোঃ দুলাল মিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। পীরগাছা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু নাসের শাহ মো: মাহবুবার রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, রংপুর জেলা জাতীয় পাটির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, রংপুর মহানগর জাতীয় পাটির সাধারন সম্পাদক এস এম ইয়াসির, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকারসহ আরো অনেকেই।
চাঁদপুর জেলা জাতীয় যুব সংহতির দ্বি বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। দুপুরে গণি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।নিঝুম পাটোয়ারীর সভাপতিত্বে ও নাজমুল হোসেন গাজী ও আলাউদ্দিন চৌধুরীর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি এমরান হোসেন মিয়া। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নিঝুম পাটোয়ারীকে সভাপতি ঘোষণা করা হয়। উদ্বোধকের বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম শাহরিয়ার আসিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডাঃ একেএম শহীদুল ইসলাম ও জাতীয়পার্টির প্রাদেশিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশুসহ আরো অনেকেই।