রংপুরের তারাগঞ্জে রডবোঝাই একটি ট্রাক উল্টে চার শ্রমিকের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
রংপুরের তারাগঞ্জে রডবোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালকসহ আরো দু’জন।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে রড বোঝাই ট্রাকটি কুর্শা ডাংগিরপাড় এলাকায় পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ওই ট্রাকের উপরে থাকা শ্রমিকদের মধ্যে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালের নেয়ার পথে আরও একজন মারা যায়। নিহতরা হলেন- কুর্শা দোলাপাড়া গ্রামের আবু বক্কর ও ফরহাদ হোসেন, কাটগাড়ি গ্রামের খয়রাত হোসেন ও বানিয়া গ্রামের অনিল চন্দ্র।