রংপুরের পর সিলেটেও যাত্রা শুরু করলো পাঁচ তারকা মানের হোটেল, গ্র্যান্ড প্যালেস
- আপডেট সময় : ০৮:১৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
রংপুরের পর এবার পূণ্যভূমি সিলেটেও যাত্রা শুরু করলো পাঁচ তারকা মানের সবসুবিধা সম্পন্ন হোটেল, গ্র্যান্ড প্যালেস। বিকেলে সিলেটের জল্লারপারে গ্রাণ্ড প্যালেসের সফট লঞ্চিং করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন পর্যটকদের আন্তর্জাতিক মানের সেবা দেয়ার মাধ্যমে, ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখাই, গ্রাণ্ড প্যালেস হোটেলের প্রধান লক্ষ। পাশপাশি এর মাঝে শিক্ষিত তরুনদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও প্রতিষ্ঠানটির একটি বড় উদ্দেশ্য বলেও জানান, এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ।
জাফলং এর পাহাড় পাথর ও জলের অপূর্ব মিতালী মন কাড়ে সবার। বিছানাকান্দির স্বচ্ছ জলের অপার সৌন্দর্য এবং রাতারগুলের নান্দনিকতার পাশাপাশি সবুজেঘেরা চা বাগানের অপরূপ দৃশ্য সবমিলিয়ে ভ্রমণপিয়াসী মানুষের কাছে পছন্দের এক গন্তব্যের নাম সিলেট।
এখানে রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাআলাইহি এবং হযরত শাহপরান রহমতুল্লাআলাইহির মাজার। আর তাই সিলেটের আরেক নাম আধ্যাত্মিকতার শহর।
আর তাইতো দেশী-বিদেশী লাখ লাখ পর্যটক প্রতিবছর ঘুরতে আসেন দুটি কুড়ি একটি পাতার শহর, সিলেটে।
প্রিয়জনকে সঙ্গে নিয়ে ভ্রমণে আসা সেইসব পর্যটকদের কাছে আন্তর্জাতিক মানের সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে, রংপুরে ঈর্ষণীয় সাফল্যের পর সাফল্যের পর এবার সিলেটের জল্লারপার এ যাত্রা শুরু করতে যাচ্ছে পাঁচ তারকা মানের সকল সুযোগ-সুবিধা সম্পন্ন হোটেল গ্র্যান্ড প্যালেস।
গ্রাণ্ড প্যালেসে প্রবেশের সঙ্গে সঙ্গেই এর প্রশস্ত লবি মনকাড়া লাইটিং নজড় কাড়বে সবার।
এখানে রয়েছে, বুলেটপ্রুফ প্রেসিডেন্সিয়াল সুইট, অত্যাধুনিক জিমনেসিয়াম, রুফটপ সুমিং পুলসহ আধুনিক জীবনের সব সুযোগ সুবিধা। তবে দেয়ালে ও দরজায় এ দেশীয় ঐতিহ্য ফুটিয়ে তোলার ক্ষেত্রে কর্তৃপক্ষের চেষ্টা ছিল চোখ পড়ার মত।
শনিবার গ্র্যান্ড প্যালেসের এর সফট লঞ্চিং অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ জানান, পর্যটকদের সর্বোত্তম সেবার অঙ্গীকার নিয়ে শিগগিরি জমকালো উদ্বোধন হবে গ্রাণ্ড প্যালেসের।
জীবন যাপনের আধুনিক সব সুবিধা থাকায় নিজেদের আনন্দের অনুভূতি জানান স্থানীয় ও শুভাকাঙ্ক্ষীরা।
প্রতিষ্ঠানটি প্রায় দেড়শো শিক্ষিত তরুনের কর্ম সংস্থানের সুযোগ করে দিয়েছে বলে জানায় গ্রাণ্ড প্যালেস এণ্ড রিসোর্ট কর্তৃপক্ষ।