রওশন এরশাদ ‘সিএমএইচ’র ‘আইসিইউতে ভর্তি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২১:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল ‘সিএমএইচ’-এর ‘আইসিইউ’ ভর্তি করা হয়েছে।
সোমবার তার সহকারী একান্ত সচিব মামুন হাসান এ তথ্য জানান। তিনি বলেন, সিএমএইচে শনিবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় রওশনের ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইড পাওয়ায় তাকে ভর্তি করা হয়। তার শারীরিক পরিস্থিতি আগের চেয়ে অনেক স্থিতিশীল। বিরোধী দলীয় নেতার দপ্তরের সংবাদ বিজ্ঞিপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশনের ছেলে রাহগীর আলমাহি সাদ এরশাদ মায়ের আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।৭৮ বছর বয়সী রওশন ময়মনসিংহ-৪ আসনের এমপি। তিনি দুই মেয়াদে সংসদের বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করছেন।