রপ্তানীতে এবার যোগ হয়েছে বগুড়ার আলু
- আপডেট সময় : ০৭:০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
রপ্তানীতে এবার যোগ হয়েছে বগুড়ার আলু। দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশে যাচ্ছে বগুড়ার আলু। রপ্তানী থেকে আসছে প্রচুর বৈদেশিক মুদ্রা। তবে রপ্তানি প্রক্রিয়া আরো সহজ করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
বগুড়ার মহাস্থান ও শিবগঞ্জের কয়েকটি আলুর আড়তে এখন মহাব্যস্ততা। রপ্তানির জন্য সেরা আলু বাছাই করে ছোট-বড় সাইজে প্যাকেটজাত করা হচ্ছে। এখান থেকে চট্টগ্রাম বন্দর হয়ে যাচ্ছে মালয়েশিয়া ,সিঙ্গাপুর, সৌদি আরব, দুবাইসহ বেশ কয়েকটি দেশে।
স্থানীয় ব্যবসায়ীরা নিজ উদ্যোগেই আলু রপ্তানি শুরু করেছে। আবার অন্যদেশ থেকে আমদানিকারকরাও এখানে এসে বেছে বেছে কীটনাশকমুক্ত সেরা আলু কিনে নিয়ে যাচ্ছেন। তবে রপ্তানিতে সরকারের প্রণোদনার টাকা দ্রুত ছাড় করার দাবি তাদের।।
রপ্তানিতে সরকারি সহযোগিতার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতার দাবি করেন স্থানীয় ব্যবসায়ীরা।