রফিকুল আমীনের জুম বৈঠক: ৮ জন কারারক্ষী প্রত্যাহার
- আপডেট সময় : ০৭:৪১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
প্রিজন সেলে বসেই ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের একাধিক জুম মিটিংয়ে অংশ নেয়ার ঘটনায় আট কারারক্ষীকে প্রত্যাহার করা হয়েছে। প্রায় দু’মাস আগে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার কথা বলে রফিকুল আমীনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রিজন সেলে রফিকুল আমীনের জুম মিটিংয়ের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। কিভাবে রফিকুল আমীন এই জুম বৈঠক করলেন, তা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছে কারা অধিদপ্তর।
অফিসও নয়, নিজের বাড়িও নয়। কারাবন্দি আছেন ৮ বছরেরও বেশি সময়। অথচ সবকিছুই চলছে তার স্বাভাবিক নিয়মে। কারাগারে বসেই ব্যবসা পরিচালনা করছেন, নিয়মিত মিটিংও করছেন সতীর্থদের সঙ্গে! অথচ কারাবন্দি অবস্থায় কোন রকম ব্যবসায়িক কার্যক্রম করার আইন নেই। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছেন বহুল আলোচিত ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন।
একবার দুবার নয়, প্রায় প্রতি সপ্তাহেই জুমঅ্যাপের মাধ্যমে তিনি ব্যবসায়িক মিটিংয়ে অংশ নিচ্ছেন। দিক নির্দেশনা দিচ্ছেন অধীন্যস্ত কর্মকর্তা কর্মচারীদের।এমনকি নেপথ্যে থেকে খুলেছেন নতুন মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি।
সর্বশেষ জুম মিটিংয়ের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়চড়ে বসে কারা কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে রফিকুল আমীনের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান কারারক্ষীসহ আটজনকে প্রত্যাহার করা হয়। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।
দুর্নীতি দমন কমিশনের মামলায় ডেসটিনির এমডি মোহাম্মদ রফিকুল আমীন ২০১২ সালে গ্রেপ্তার হন। এরপর থেকে বেশিরভাগ সময় নানা অসুস্থতার অযুহাতে হাসপাতালের প্রিজন সেলে ভর্তি হন ।