রফিকুল ইসলাম নামে এক যুবককে হত্যার দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
পাবনার সাঁথিয়ায় রফিকুল ইসলাম নামে এক যুবককে হত্যার দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ রায় দেন। ২০০৬ এর ১৯ অক্টোবর সুন্দরকান্দি গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে যান রফিকুল। ঈদের আগের রাতে এলাকার অভ্যন্তরীন দ্বন্দের জেরে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যার পর রফিকুলের মরদেহ ধানক্ষেতে ফেলে পালিয়ে যায় আসামিরা। ২৬ অক্টোবর ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের নামে সাঁথিয়া থানার এসআই আজিজুর রহমান মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত হত্যার সঙ্গে সরাসরি জড়িত ও পরিকল্পনাকারী ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও বাকি ১৯ জনকে বেকসুর খালাস দেয়। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত দুই আসামী আদালতে উপস্থিত ছিলেন। অন্য দুজন পলাতক রয়েছেন।