রমজান মাসে ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫১:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
রমজান মাসে ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণা করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।বুধবার থেকেই সামরিক অভিযান বন্ধ রাখা হবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়। রমজানে যুদ্ধবিরতি মেনে চলতে জাতিসংঘের আহ্বানের পর এসেছে এ ঘোষণা।
শান্তি চুক্তিতে পৌঁছাতে এবং মানবিক সংকট প্রশমনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে কাজ করে যাচ্ছে জাতিসংঘ। হুতি নিয়ন্ত্রিত হোদেইদাহ বন্দরে জ্বালানিবাহী জাহাজ থামার অনুমতি এবং সানা বিমানবন্দর থেকে কিছুসংখ্যক বাণিজ্যিক ফ্লাইট চালুর অনুমোদন দেওয়ার বিনিময়ে রমজানে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেয় জাতিসংঘ।এদিকে জাতিসংঘের এ প্রস্তাবকে ইতিবাচক বলছে হুতিরা।