রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ছয়টি নিত্যপণ্য আমদানির ক্ষেত্রে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৫২:২১ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৫৬ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রমজান মাসে বাংলাদেশে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে পেঁয়াজ, চিনি, ডাল, মসলাসহ ছয়টি নিত্যপণ্য আমদানির ক্ষেত্রে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশকে পেঁয়াজ ও চিনি রপ্তানির প্রতিশ্রুতি দিয়েছে তারা। দুপুরে মন্ত্রণালয়ে প্রেসব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমার থেকে পালিয়ে আসা দেশটির সীমান্তরক্ষী বাহিনী ও সেনা সদস্যদের সহসাই ফেরত পাঠানো হবে জানিয়ে হাছান মাহমুদ বলেন, মিয়ানমার ইস্যুতে ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করবে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড.জয়শঙ্করের আমন্ত্রণে দিল্লীতে প্রথম দ্বিপাক্ষিক সফর শেষে দেশে ফিরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী ড.হাছান মাহমুদ।
ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, ৬ থেকে ৯ ফেব্রুয়ারি ভারতে অত্যন্ত সফল সফর হয়েছে। ভারত থেকে ছয়টি ভোগ্য পণ্য আমদানিতে বিশেষ কোটা নির্ধারণে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সহযোগীতা চাওয়া হয়েছে।
সীমান্ত হত্যা বন্ধে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার না করার বিষয়ে ভারত সম্মত হয়েছে জানিয়ে, ভারতের আগামী নির্বাচনের পর তিস্তা পানি বণ্টন ইস্যুতে আলোচনা হবে বলে জানান তিনি।
বিএনপি গণতান্ত্রিক পথে পরিচালিত হবে ও গণতন্ত্রের পথে চলবে বলে আশা প্রকাশ করে, তাদেরকে আগুন সন্ত্রাস আর করতে দেয়া হবে না বলে জানান ড. হাছান মাহমুদ।